দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

৬৮ ঘণ্টা পর চট্টগ্রামে ড্রেনে পড়া শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে খেলতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামাল উদ্দিনের মরদেহ প্রায় ৬৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
ছবি: স্টার

চট্টগ্রামের পাঁচলাইশের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে খেলতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু কামাল উদ্দিনের মরদেহ প্রায় ৬৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কর্মকর্তা কফিল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বন্দর নগরীর মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে শিশু কামালের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ২ ছেলে ওই এলাকায় খেলছিল। তাদের পরিবার পাশের বস্তিতে থাকে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। একজন শেষ পর্যন্ত ড্রেন থেকে উঠে আসতে পারলেও শিশু কামাল উদ্দিন (১২) নিখোঁজ হয়।

Comments

The Daily Star  | English

Hilsa still a luxury after 2-month ban

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

26m ago