রাজস্বের ৩৮ শতাংশের বেশি আসে ভ্যাট থেকে: এনবিআর

ফাইল ছবি

সরকার প্রতি বছর যে পরিমাণ রাজস্ব আহরণ করে, তার ৩৮ শতাংশের বেশি ভ্যাট থেকে আসে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার এনবিআরের সম্মেলন কক্ষে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, 'দিন দিন উন্নয়ন বাজেটের আকার বাড়ছে। দেশের অর্থনীতি বড় হচ্ছে। বর্ধিত বাজেট বাস্তবায়নে বেশি অর্থের প্রয়োজন। এক্ষেত্রে অভ্যন্তরীণ খাতগুলোর মধ্যে প্রথম স্থানে আছে ভ্যাট।'

তিনি আরও বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ড ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে নিরলসভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।'

এনবিআর চেয়ারম্যান জানান, এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে আছে-মোবাইলে এসএমএস, ভ্যাট নিয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে অনুষ্ঠান, ক্রোড়পত্র প্রকাশ, সেরা ভ্যাট দাতাদের সম্মাননা, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্টিকার, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

16m ago