এখনও কোহলিই ভারতের নেতা: রোহিত
কেবল টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার কথা বলেছিলেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডেতেও তাকে রাখেনি বিসিসিআই। সাদা বলে ভারতের স্থায়ী অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বোর্ড যাই করুক না কেন ভারত দলের আসল নেতা হিসেবে কোহলিকেই মানছেন নতুন অধিনায়ক রোহিত।
অধিনায়ক হওয়ার পর ২৪ ঘণ্টা পার না হতেই আগের দিন ব্যাকস্টেজ উইথ বোরিয়া শোয়ে আসেন রোহিত। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির কথা জানান। জানান অধিনায়ক হিসেবে নিজের চাহিদার কথা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। সেখানেই কোহলির প্রশংসায় পঞ্চমুখ রোহিত।
স্থায়ী দায়িত্ব পেলেও ভারত দলে এর আগেও অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে রোহিতের। এমনকি রয়েছে মেজর শিরোপা জয়ের কৃতিত্বও। যেটা নেই অধিনায়ক কোহলিরও। তবে এ সবই কোহলি অনুপস্থিতিতে করেছেন তিনি। এবার প্রথমবার তার অধীনে খেলবেন কোহলি।
কোহলির অধিনায়ক হিসেবে কাজ করাটা কতোটা সহজ হবে রোহিতের জন্য। জানতে চাওয়া হয় নতুন অধিনায়কের কাছেই। তার উত্তর, 'তার মানের ব্যাটার সবসময়ই স্কোয়াডে দরকার। টি-টোয়েন্টি সংস্করণে ৫০-এর বেশি গড় থাকাটা অনেকটা পাগলামিই, এটা অবাস্তব। অবশ্যই, অভিজ্ঞতা দিয়ে তিনি বহুবার ভারতকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে সাফল্য এনে দিয়েছেন।'
'তাই সেই মান এবং তার ধরণের ব্যাটসম্যানশিপ অবশ্যই প্রয়োজন এবং তিনি এখনও দলের নেতা। আপনি তার মানের খেলোয়াড়কে কখনোই উপেক্ষা করতে চাইবেন না। স্কোয়াডে তার উপস্থিতি এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কেবল আমাদের দলকে শক্তিশালী করতে পারে।' - কোহলি প্রসঙ্গে যোগ করে আরও বলেন রোহিত।
হুট করেই রোববার ভারতীয় দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করে বিসিসিআই। তবে পরে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন দেখার বিষয় রোহিতের নেতৃত্বে কতোটা মানিয়ে নিতেন কোহলি।
Comments