তৌহিদ হৃদয়ের প্রথম ডাবল সেঞ্চুরি

Towhid Hridoy
তৌহিদ হৃদয়। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম শ্রেণীতে এর আগে কোন সেঞ্চুরি ছিল না তরুণ তৌহিদ হৃদয়ের। প্রথমবার তিন অঙ্ক পেরিয়েই তিনি সেটাকে নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরিতে। আর চওড়া ব্যাটে বিশাল পুঁজি পেল বিসিবি উত্তরাঞ্চল। 

বুধবার বিসিএলের ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১৭ রান করে আউট হন চার নম্বরে নামা হৃদয়। তার ব্যাটে উত্তরাঞ্চলও বড় লিড নিয়ে চড়েছে রানের পাহাড়ে। ৬ উইকেটে ৪৭৮ রান নিয়ে শেষ দিনের লাঞ্চ বিরতিতে গেছে তারা।

দক্ষিণাঞ্চলের ৩৮৫ রান থেকে তারা এগিয়ে গেছে ৯৩ রানে। তবে চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্তও দুই দলের প্রথম ইনিংসই শেষ না হওয়ায় ম্যাচের ভাগ্যে আসলে ড্র ছাড়া কোন বাস্তব ফল অপেক্ষায় নেই।  হৃদয়ের ডাবল সেঞ্চুরিটিই মূলত ম্যাচের সবচেয়ে বড় খবর। বিসিএলের এবারের আসরেও এটিই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ডাবল সেঞ্চুরি।

আগের দিনই দেড়শো পেরিয়ে গিয়েছিলেন। অপরাজিত ছিলেন ১৫৯ রানে। রান প্রসবা উইকেটে তাই ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল হৃদয়ের। শেষ দিনে নেমে নিজের ইনিংসটা অনায়াসে এগিয়ে তিনি থাকেন এই ডানহাতি। প্রথম সেশনেই কাজটা হয়ে যায়। 

৩৭৪ বলে সিঙ্গেল নিয়ে  তিনি স্পর্শ করেন দ্বিশতক। ডাবল সেঞ্চুরির পর অবশ্য আর বেশিক্ষণ টেকেনি তার ইনিংস। ম্যাচের আয়ু কম থাকা আর দলের লিড হয়ে যাওয়ায় দ্রুত রান বাড়ানোর তাড়া ছিল।  তা করতে গিয়ে সানজামুল ইসলামের বলে স্লগ সুইপে ছক্কা পেটাতে গিয়েছিলেন। টপ এজ হয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৩৮৭ বলের ইনিংসে ১৬ চার আর ৪ ছক্কায় হৃদয়ের ব্যাট থেকে আসে ২১৭ রান।

এই ম্যাচের আগে যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান হৃদয়   প্রথম শ্রেণীতে  খেলছিলেন কেবল ৮ ম্যাচ। তাতে ৪ ফিফটিতে তার রান ছিল ৩৬১। এবার এক ইনিংসেই করে ফেললেন ২১৭। মিডল অর্ডারে নেমে হৃদয় দেখালেন ক্রিজে পড়ে থাকার নিবেদন।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago