যাওয়া-আসা

শাহজালালে বিমানের কাউন্টারের আধুনিকায়ন

সেবার মান বাড়াতে ও যাত্রীদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টারের আধুনিকায়ন করা হয়েছে।
ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে

সেবার মান বাড়াতে ও যাত্রীদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টারের আধুনিকায়ন করা হয়েছে।

আজ শনিবার বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল শাহজালালে বিমানের কাউন্টারের আধুনিকীকরণ কাজের উদ্বোধন করেন।

এর মধ্যে বোর্ডিং ডেস্কের আধুনিকীকরণসহ অত্যাধুনিক ডিসপ্লে সিস্টেম সংযুক্ত করা হয়েছে। এতে যাত্রীরা খুব সহজেই এখন থেকে ডিসপ্লেতে ফ্লাইটের তথ্য দেখতে পারবেন।

আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, 'যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন বছরে যাত্রীসেবায় নতুনত্ব আসবে। এর অংশ হিসেবে বছরের শেষ দিনে অভ্যন্তরীণ টার্মিনালের কাউন্টারকে নতুন করে সাজানো হয়েছে।'

'যাত্রীরা আগের চেয়ে অধিকতর মানসম্মত সেবা লাভ করবেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

IMF agrees to lend $1.15 billion to Bangladesh in third tranche

The International Monetary Fund (IMF) has agreed to provide $1.15 billion to Bangladesh in the third instalment under its multi-billion-dollar loan programme.

8m ago