'আমরা ৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই, সেটা ভুল প্রমাণ হলো'

সাকিব বলেছেন, সিনিয়র খেলোয়াড়দের উপস্থিতি ছাড়া বাংলাদেশ দল ভালো করতে পারবে না, নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
Shakib Al Hasan

সাকিব আল হাসান ও তামিম ইকবাল নেই স্কোয়াডে। মুশফিকুর রহিম মাউন্ট মঙ্গানুইতে খেললেও ব্যাট হাতে তার অবদান খুব বেশি ছিল না। তরুণদের কাঁধে চড়েই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। তা-ও আবার টেস্টে, পাঁচদিন জুড়ে দাপট দেখিয়ে। তারকা অলরাউন্ডার সাকিব তাই মনে করছেন, গণমাধ্যমে প্রাধান্য পাওয়া কয়েকজন ক্রিকেটারের উপরে বাংলাদেশ দল নির্ভরশীল নয়। বরং দায়িত্ব নিয়ে খেললে বাকিরা ভবিষ্যতে আরও ভালো করবে।

শুক্রবার রাজধানী ঢাকায় একটি মুঠোফোন কোম্পানির সঙ্গে পণ্যদূত হিসেবে যুক্ত হয়েছেন বাঁহাতি তারকা সাকিব। সেখানে গণমাধ্যমের কাছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

সাকিব, তামিম, মুশফিকের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ- বাংলাদেশের ক্রিকেটে তাদেরকে অভিহিত করা হয়ে থাকে পঞ্চপাণ্ডব হিসেবে। গণমাধ্যমে তারা প্রাধান্য পাওয়ায় অনেক সময় আড়ালে পড়ে যায় অন্য ক্রিকেটারদের কৃতিত্ব।

সাকিব বলেছেন, সিনিয়র খেলোয়াড়দের উপস্থিতি ছাড়া বাংলাদেশ দল ভালো করতে পারবে না, নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে, 'গণমাধ্যম সবসময় যেটা মনে করে, আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই। তো আমার ধারণা, সেটা একটা ভুল প্রমাণ হলো। তাদেরকে (অন্য ক্রিকেটারদের) যদি এভাবে দায়িত্ব দেওয়া হয়, তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি বিশ্বাস করি।'

২০২২ সালে অনেকগুলো কঠিন সিরিজ রয়েছে বাংলাদেশের সামনে। বছরের শুরুতেই দারুণ সাফল্য নিয়ে আসায় খেলোয়াড়, কোচিং স্টাফদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি ভীষণ আনন্দিত সাকিব, 'বছরের শুরুটা যেভাবে হলো, অবিশ্বাস্য। খুবই আনন্দিত। দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ- সবাইকে কৃতিত্ব দিতে হবে। কারণ, আমাদের আগের বছরটি ভালো যায়নি। এ বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।'

'শুরুটা যেহেতু এত ভালো হয়েছে, আশা করি, এ বছরটা আরও ভালো কিছু করতে পারব। আসলে সত্যি বলতে, এত ভালো ক্রিকেট খুব কম সময়ই বাংলাদেশ খেলে থাকে। তারা এত চাপের মধ্যেও একটা কঠিন কন্ডিশনে গিয়ে এত ভালো খেলেছে।'

Comments

The Daily Star  | English
Bangladesh foreign exchange reserves decline

No let-up in reserves slide

Bangladesh’s foreign exchange reserves have been falling since September 2021 despite a series of government initiatives to reverse the trend.

13h ago