হতে পারত আউট, হলো ৭ রান

রোববার ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের তখন লাঞ্চ বিরতির পর ২৭তম ওভারের খেলা। ইবাদত হোসেনের প্রথম বলেই স্লিপে ক্যাচ গেল উইল ইয়ংয়ের। প্রথম স্লিপের দিকে যাওয়া ক্যাচ দ্বিতীয় স্লিপ থেকে বা দিকে ঝাঁপিয়ে মুঠোয় জমানোর চেষ্টা করে ব্যর্থ হন লিটন দাস।
ছবি: টিভি থেকে নেওয়া

যে বলে আউট হতে পারতেন ব্যাটসম্যান, সেই বলে হয়ে গেল ৭ রান! ক্রিকেটে এরকম অস্বাভাবিক না হলেও বেশ বিরল বলাই যায়। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ফিল্ডারদের এমন ভুলে হয়ে গেল এটাই।

রোববার ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের তখন লাঞ্চ বিরতির পর ২৭তম ওভারের খেলা। ইবাদত হোসেনের প্রথম বলেই স্লিপে ক্যাচ গেল উইল ইয়ংয়ের। প্রথম স্লিপের দিকে যাওয়া ক্যাচ দ্বিতীয় স্লিপ থেকে বা দিকে ঝাঁপিয়ে মুঠোয় জমানোর চেষ্টা করে ব্যর্থ হন লিটন দাস।

বল লিটনের হাত লেগে তখন বাউন্ডারির দিকে। বাউন্ডারি না হলেও তিনবার জায়গা বদল করে দেন দুই ব্যাটসম্যান। নাটকের অপেক্ষা তখনই। বাউন্ডারি লাইন থেকে বল ছুঁড়ে ফেরত দেন তাসকিন আহমেদ। সেই বল ধরে পরের ভুলটি করেন কিপার নুরুল হাসান সোহান।

বোলার ইবাদত ক্যাচ মিসের হতাশায় তখন বোলিং মার্কে ফেরত যাচ্ছিলেন। তৃতীয় রান নিয়ে ইয়ংও তখন নন স্ট্রাইকিং প্রান্তে প্রবেশ করে ফেলেছেন। সোহান রান আউটের চেষ্টা করেন জোরালো থ্রো, ছিল না ব্যাকআপ। হঠাৎ বল ছুটে যেতে দেখে দৌড়ে তা ধরার চেষ্টা করেন ইবাদত, পারেননি। তিন ও চার মিলে হয়ে যায় ৭ রান।

ওভার থ্রোতে ৫ রানের ঘটনা প্রায়ই হয়। ছয় রানও দেখা যায় মাঝেমধ্যে। ৭ রানের ঘটনা ঘটলেও তা হরহামেশা দেখা যায় না।

এদিন ৩৩ রানে লিটনের হাতে জীবন পেয়ে আরও ২১ রান যোগ করেন ইয়ং। ৫৪ করে তিনি আউট হন শরিফুল ইসলামের বলে। স্কয়ার কাট করে ক্যাচ দেন পয়েন্টে। প্রথম দিনে বাংলাদেশের সাফল্য এই একটাই। ৯০ ওভার খেলে নিউজিল্যান্ড তুলে নিয়েছে ১ উইকেটে ৩৪৯ রান। ১৮৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক টম ল্যাথাম। ৯৯ রান নিয়ে ক্রিজে ডেভন কনওয়ে।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে এই টেস্ট ড্র করতে পারলেও সিরিজ জেতার সুযোগ।

Comments