বোলাররা শতভাগ দিয়েছে, বললেন হেরাথ

প্রত্যাশা ছিল মেঘলা আকাশের নিচে হ্যাগলি ওভালের ঘাসে ঢাকা উইকেটে পেসারদের তোপ দাগার। কিন্তু তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম-ইবাদত হোসেনরা সেটা পারলেন কই!

কাঙ্ক্ষিত টস জিতলেন অধিনায়ক মুমিনুল হক। অনুমিতভাবেই বেছে নিলেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত। এরপর প্রত্যাশা ছিল মেঘলা আকাশের নিচে হ্যাগলি ওভালের ঘাসে ঢাকা উইকেটে পেসারদের তোপ দাগার। কিন্তু তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম-ইবাদত হোসেনরা সেটা পারলেন কই! তাদের নির্বিষ পারফরম্যান্সে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের মতে, বোলাররা মাঠে তাদের শতভাগ নিংড়ে দিয়েছে।

রোববার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে রানের বন্যা বইয়ে দিয়েছে স্বাগতিক কিউইরা। ওভারপ্রতি প্রায় ৪ গড়ে রান তুলেছে তারা। ৯০ ওভার খেলে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান। বাংলাদেশের একমাত্র সাফল্য এসেছে বাঁহাতি পেসার শরিফুলের হাত ধরে। তার বলে পয়েন্টে অভিষিক্ত নাঈম শেখের তালুবন্দি হয়ে ওপেনার উইল ইয়াং ফেরেন ১১৪ বলে ৫৪ রানে। আরেক ওপেনার টম ল্যাথাম পাচ্ছেন ডাবল সেঞ্চুরির সুবাস। নিউজিল্যান্ডের অধিনায়ক খেলছেন ২৭৮ বলে ১৮৬ রানে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া ডেভন কনওয়ে আছেন সেঞ্চুরির একদম দ্বারপ্রান্তে। তিনি অপরাজিত আছেন ১৪৮ বলে ৯৯ রানে।

মাউন্ট মঙ্গানুইতে আগের টেস্টে দুর্দান্ত বোলিং করা বাংলাদেশের পেস ত্রয়ী এদিন ছিলেন ধারহীন। সহায়ক উইকেট ও কন্ডিশন পেয়েও তারা নিউজিল্যান্ডের ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি তারা। তাসকিন উইকেট না পেলেও একেবারে খারাপ করেননি। তবে চরম হতাশ করেন গত ম্যাচের নায়ক ইবাদত। নিয়ন্ত্রণহীন বোলিংয়ে তিনি ছিলেন সবচেয়ে খরুচে। ওভারপ্রতি প্রায় সাড়ে ৫ ইকোনমিতে ২১ ওভারে ১১৪ রান দেন তিনি। পেসাররা বিবর্ণ থাকায় প্রথম দিনেই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে হাত ঘোরাতে হয় ২৫ ওভারে। তবে কন্ডিশন তার উপযোগী না হওয়ায় কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি।

তারপরও দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার হেরাথ এক ভিডিও বার্তায় বলেন, 'সত্যি বলতে, দিনটা আমাদের ভালো যায়নি। তবে সর্বোপরি টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে কৃতিত্ব দিতে হয়। তারা খুবই ভালো ব্যাটিং করেছে। একইসঙ্গে, আমাদের ফাস্ট বোলাররা তাদের শতভাগ দিয়েছে, স্পিনাররাও দিয়েছে। আমি নিশ্চিত যে ছেলেরা আগামীকাল ঘুরে দাঁড়াবে এবং তাদের সেরাটা দিবে।'

প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে হার এড়াতে পারলেই মুমিনুলের দল পাবে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ। তবে সেই কাজটা যে ভীষণ কঠিন প্রথম দিনেই সেটার আভাস পেয়ে গেছে তারা।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

40m ago