ফুটবল

মেসি কেন ভোট দেননি, তাকেই জিজ্ঞেস করতে বললেন লেভানদভস্কি

গত বছর ব্যালন ডি'অর জেতার পর রবার্ত লেভানদভস্কির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন লিওনেল মেসি।

গত বছর ব্যালন ডি'অর জেতার পর রবার্ত লেভানদভস্কির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা বলেছিলেন, করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে যাওয়া ২০২০ সালের ব্যালন ডি'অর প্রাপ্য ছিল লেভানদভস্কির। কিন্তু গত সোমবার রাতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের পর জানা যায়, মেসি তার তিনটি ভোটের একটিও দেননি ২০২১ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা লেভিকে।

রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি প্রথম ভোটটি (৫ পয়েন্ট) দিয়েছেন পিএসজিতে তার ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারকে। তার পরের ভোটটি (৩ পয়েন্ট) গেছে একই ক্লাবের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের বাক্সে। তৃতীয় পছন্দের (১ পয়েন্ট) ফুটবলার হিসেবে তিনি বেছে নিয়েছেন আরেক ফরাসি তারকা রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাকে। অর্থাৎ বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার লেভানদভস্কি বা ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর কাউকেই ভোট দেননি মেসি।

ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির বক্তব্যের সঙ্গে তার দ্য বেস্ট ফিফা মেন'স প্লেয়ার নির্বাচনে দেওয়া ভোটে রয়েছে পার্থক্য। এতে আরও অনেকের মতো বিস্মিত হয়েছেন লেভানদভস্কিও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'তার (মেসি) ওই কথাগুলো (ব্যালন ডি'অর জেতার পর) ছিল সুন্দর। কিন্তু এখন (দ্য বেস্ট ফিফা মেন'স প্লেয়ার নির্বাচনে) তার পছন্দের ব্যাপারে বলতে গেলে, তাকেই প্রশ্ন করা উচিত (কেন আমাকে ভোট দেননি)। আমি কোনো ভুল কিছু করিনি যা তাকে আমার ব্যাপারে রাগান্বিত করতে পারে।'

মেসির সিদ্ধান্তের প্রতি অবশ্য সম্মান রয়েছে লেভানদভস্কির, 'ব্যক্তিগতভাবে, আমি আশা করি যে আমাদের দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে। (ভোট দেওয়া) এটা তার পছন্দের ব্যাপার। আমাকে সেটার প্রতি সম্মান দেখাতে হবে। আমার নেতিবাচক কিছু বলার বা ক্ষিপ্ত হওয়ার মতো ঘটনা ঘটেনি।'

লেভানদভস্কির তিনটি ভোট পেয়েছেন যথাক্রমে জর্জিনহো, মেসি ও রোনালদো। চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহোকে নিজের প্রথম ভোটটি দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, 'আমি সব সময় আক্রমণাত্মক খেলোয়াড়দের অনুসরণ করি। কিন্তু জর্জিনহো যা যা জিতেছে (গত ১২ মাসে), সেটা অনেক অর্থপূর্ণ। আপনাকে অবশ্যই সর্বদা নিরপেক্ষ থাকতে হবে।'

সুইজারল্যান্ডের জুরিখে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে ২০২১ সালের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জেতেন লেভানদভস্কি। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের এই দুর্ধর্ষ স্ট্রাইকার পেছনে ফেলেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহকে। ভোটাভুটিতে ৪৮ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা হন লেভানদভস্কি। মেসি ৪৪ পয়েন্ট নিয়ে হন দ্বিতীয়। তৃতীয় হওয়া সালাহ পান ৩৯ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

15m ago