মিলার-মোমেন বিদায়ী বৈঠকে মানবাধিকার বিষয়ক আলোচনা

মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্ব এবং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
ছবি: টুইটার/ আর্ল আর মিলার

মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্ব এবং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠকের ছবি পোস্ট করেছেন তিনি।

এক টুইট বার্তায় মিলার বলেন, 'আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, মানবাধিকারের গুরুত্ব এবং আইনের শাসন, উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি।'

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার স্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

র‌্যাব এবং এর ৭ বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। এ ছাড়া, বাইডেন প্রশাসন গত বছরের ৯-১০ ডিসেম্বর গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি।  

ডিসেম্বরের শেষ দিকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে চিঠি লিখে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানান।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago