ক্যাম্পাস

অনশনের ২৬ ঘণ্টা: অসুস্থ হয়ে পড়ছেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার দুপুর থেকে ২৬ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী।
ছবি: শেখ নাসির/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার দুপুর থেকে ২৬ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী।

গতকাল দুপুর ২টা ৫০ মিনিটে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থলে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়া ৫ শিক্ষার্থীকে স্যালাইন দিতে দেখা যায়।

এর আগে বুধবার রাতে অসুস্থ হয়ে যাওয়া অনশনরত শিক্ষার্থী দ্বীপান্বিতা বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ফিরে আসেন। আজ সকালে নিশাত নামে আরেক শিক্ষার্থী অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুপুর ২টার দিকে কাজল দাস নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে এগিয়ে এসেছেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বাবলু হোসেন।

এ সময় শাবিপ্রবি চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাসরাবা সুলতানার নেতৃত্বে একদল স্বাস্থ্যসেবা কর্মী ঘটনাস্থলে থাকলেও তাদের কাছে চিকিৎসাসেবা নিতে অপারগতা প্রকাশ করে করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago