করোনাভাইরাস

যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু ৩

যশোরে জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ও অন্য দু’জনের উপসর্গ ছিল।
Corona Dead Body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরে জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ও অন্য দু'জনের উপসর্গ ছিল।

যশোর জেনারেল হাসপাতালের রেডজোন ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের একজন যশোরের বাঘারপাড়া উপজেলার, একজন সদর উপজেলার এবং আরেকজন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার।

যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালের আইসিইউতে একজন করোনা রোগী মারা যান পরে আইসিইউ ও রেডজোনে করোনা উপসর্গ নিয়ে আরও দু'জনের মৃত্যু হয়। বর্তমানে যারা করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই টিকা নেননি।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

2h ago