টিভি ও সিনেমা

শিল্পী সমিতি ও শিল্পী সংঘের ভোট গ্রহণ চলছে

দেশের বিনোদন জগতের দুটি বড় সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয় এবং তা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দেশের বিনোদন জগতের দুটি বড় সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয় এবং তা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ চলছে এফডিসিতে এবং অভিনয় শিল্পী সংঘের ভোট গ্রহণ চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দুটি নির্বাচনেই উৎসবের আমেজে ভোট দিচ্ছেন শিল্পীরা।

এফডিসিতে সকাল থেকে ভিড় করেছেন চলচ্চিত্র শিল্পীরা। শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা জায়েদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ দ্য ডেইলি স্টারকে আজ সকালে বলেন, 'এখন পর্যন্ত সুন্দরভাবেই ভোট দিচ্ছেন সবাই।'

চলচ্চিত্র শিল্পী সমিতির মোট ভোটার ৪২৮ জন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন কমিশনার হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান। আপিল বোর্ডের  চেয়ারম্যান হিসেবে আছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

এদিকে টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের ভোট গ্রহণও সকাল ৯টায় শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সভাপতি প্রার্থী আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক প্রার্থী রওনক হাসানসহ অনেকেই ইতোমধ্যে ভোট দিয়েছেন। দু'জনেই ডেইলি স্টারকে জানিয়েছেন, উৎসবের আমেজে ভোট গ্রহণ চলছে।

অভিনয় শিল্পী সংঘের মোট প্রার্থী ৪৮ জন। ২১টি পদের জন্য লড়ছেন তারা। মোট ভোটার-৭৪৮ জন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ । তিনি বলেন, 'সকাল থেকে উৎসবের আমেজে ভোট গ্রহণ শুরু হয়েছে।' অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের আপিল বোর্ডের দায়িত্ব পালন করছেন নাট্যজন মামুনুর রশীদ।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

2h ago