উত্তর আমেরিকায় বাঙালিদের সবচেয়ে বড় উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব খান

যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব উত্তর আমেরিকান বঙ্গ সম্মেলনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। গত ২৬ জানুয়ারি তার সঙ্গে এই চুক্তি সই হয়। চলতি বছরের ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে এই আসর বসতে যাচ্ছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স বা এনএবিসি নামেও পরিচিত। এই উৎসবসহ শাকিব খান সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
আয়োজকদের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে শাকিব খান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব উত্তর আমেরিকান বঙ্গ সম্মেলনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। গত ২৬ জানুয়ারি তার সঙ্গে এই চুক্তি সই হয়। চলতি বছরের ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে এই আসর বসতে যাচ্ছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স বা এনএবিসি নামেও পরিচিত। এই উৎসবসহ শাকিব খান সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

এমন একটি বড় উৎসবে নিজের নাম যুক্ত হওয়ার বিষয়টি কেমন লাগছে?  

অবশ্যই ভালো লাগছে। অনেকদিন থেকে এই উৎসবের কথা শুনে আসছি। ২০১৭ সালে ভারতের প্রযোজক শ্রীকান্ত মেহেতা আমাকে বঙ্গ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সময় আসতে পারিনি। ২ বাংলার বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটা গুরুত্বপুর্ণ বিষয়। সবচেয়ে বড় মিলনমেলা অনুষ্ঠিত হয় এখানে। আমি খুবই এক্সাইটেড এই সম্মেলন নিয়ে। আয়োজকরা আমাকে এই সম্মেলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। এটা আমার জন্য অনেক আনন্দের, অনেক সম্মানের। 

২ বাংলার এই উৎসব নিয়ে আপনার নিজস্ব ভাবনা কী?

প্রথম যখন ২০১৬ সালে কলকাতায় সিনেমা করি, তখন এপার-ওপার ২ বাংলাতেই সাড়া পেয়েছি। সবসময় চেয়েছি ২ বাংলার ভালো একটি সম্পর্ক। এই উৎসবের কথা অনেকের কাছে শুনেছি। ২ বাংলার অনেকে সপরিবারে এই অনুষ্ঠানে আসেন। এটি আমেরিকায় অনুষ্ঠিত ২ বাংলার সবচেয়ে বড় উৎসব। 

আর কী  বিশেষত্ব  আছে এই উৎসবের?

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেছেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বৃহৎ এই বাংলা ভাষাভাষিদের সম্মেলন। আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।

আমেরিকায় নতুন সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেটার কতটা অগ্রগতি হলো? 

মুখে বললাম আর  সিনেমার শ্যুটিং শুরু হয়ে হয়ে গেলো–বিষয়টা তো এমন না।  বেশকিছু সিনেমা নিয়ে  মিটিং হচ্ছে। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নতুন সিনেমার বিষয়ে কথা বলার জায়গায় থাকবো। এটি ছাড়া আরও ভালো ভালো কিছু প্রজেক্টের কথা জানতে পারবেন। গর্ব করার মতো সিনেমার অপেক্ষায় থাকেন। 

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আপনার অভিমত কী? 

আমার একটা প্রশ্নের উত্তর আগে বলেন। বলিউডের শাহরুখ খান, সালমান খান, আমির খান- ওদের ওখানে কী এমন নির্বাচন হয়? হয় না। আমিতাভ বচ্চন কী এগুলো নিয়ে ব্যস্ত থাকেন? এমন কিছুই ওখানে পাবেন না। বেশি বেশি সিনেমা করা উচিত। এসব নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলে সিনেমা হবে কখন? যারা ব্যস্ত শিল্পী আছেন, তাদের এসব নির্বাচন নিয়ে কোনো মাথাব্যাথা নেই। 

Comments

The Daily Star  | English
How do we protect the worst victims of inflation?

How do we protect the worst victims of inflation?

The reason for continued high consumer prices in the country despite prices dropping in the international market is a combination of policy and institutional failure.

9h ago