২৪ ঘণ্টায় শনাক্ত ২৫.৮৬ শতাংশ, মৃত্যু ৩৩

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১১ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৪৯৪ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১১ জন নারী।

তাদের মধ্যে ১৮ জন ঢাকার, ৬ জন খুলনার, ৪ জন রাজশাহীর, ২ জন চট্টগ্রামের, ২ জন সিলেটের এবং ১ জন রংপুর বিভাগের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জনের। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

21m ago