টাকার বিনিময়ে নির্বাচনে জিতিয়ে দেয়ার আশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একজন ইউপি সদস্য প্রার্থীর কাছে টাকা চাওয়ার ফোনালাপের অডিও ক্লিপ ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে।
তার পরিবর্তে পীরগঞ্জের উপজেলা নির্বাচন কর্মকর্তা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেন রংপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।
তিনি জানান, কিছুদিন আগে এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ পাওয়ার পর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান ও মিঠাপুকুর উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম রাব্বানীসহ দুই কর্মকর্তাকে প্রত্যাহার করতে তিনি নির্বাচন কমিশনে চিঠি দেন। কমিশন অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের দুজনকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
ফরহাদ হোসেন বলেন, 'অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে কয়েক দিনের মধ্যেই।'
ইউটিউব ও ফেসবুকে পাওয়া অডিও ক্লিপ অনুযায়ী, মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান উপজেলার বালারহাট ইউপির সদস্য প্রার্থী মো. রফিকুল ইসলাম টাকা দিলে তাকে নির্বাচনে জয়ী করার জন্য সব ধরনের ব্যবস্থা করার প্রস্তাব দেন। বিনিময়ে তার কাছে সাড়ে ৪ লাখ টাকা দাবি করেন।
এদিকে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হান্নান।
আগামী ৭ ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলার ১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রংপুরের নির্বাচন কর্মকর্তারা।
Comments