রিয়ালকে বিদায় করে সেমি-ফাইনালে বিলবাও

পুরোটা সময়ই একের পর এক আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারছিল না অ্যাথলেতিক বিলবাও। তাতে মনে হয়েছিল অতিরিক্ত সময়র দিকেই গড়াচ্ছে ম্যাচটি। কিন্তু তখনই জ্বলে ওঠেন আলেক্স বেরেনগার। করলেন অসাধারণ এক গোল। তাতেই রিয়াল মাদ্রিদকে বিদায় করে কোপা দেল রে'র সেমি-ফাইনালের টিকেট কাটল শিরোপাধারীরা।

সান মামেসে বৃহস্পতিবার রাতে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় অ্যাথলেতিক বিলবাও।

অথচ চলতি মৌসুমে বিলবাওর বিপক্ষে আগের তিন লড়াইয়েই জিতেছিল রিয়াল। সে তিনটি ম্যাচই জিতেছিল করিম বেনজেমার কল্যাণে। এদিন ইনজুরির কারণে এ ফরাসিকে পায়নি রিয়াল। ফলে জয়ও মিলেনি দলটির।

তবে এদিন বল দখলে এগিয়ে ছিল রিয়ালই। ৫৮ শতাংশ সময় বল পায়ে ছিলে তাদের। তবে শট নিতে পেরেছে ৭টি। যার ২টি ছিল লক্ষ্য। অন্যদিকে মোট ১৫টি শট নেয় বিলবাও। যার ৩টি ছিল লক্ষ্যে।

বেনজেমাকে ছাড়া রিয়াল এদিন শুরু থেকেও ছিল ব্যকফুটে। পিছিয়ে পড়তে পারতো ম্যাচে নবম মিনিটেই। বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক থিবো কোর্তুয়া। দানি গার্সিয়ার দূরপাল্লার বুলেট গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান এ বেলজিয়ান গোলরক্ষক।

২২তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে দারুণ এক কোণাকোণি শট নিয়েছিলেন ইকার মুনিয়েন। কিন্তু অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। পাঁচ মিনিট পর গোল করার মতো প্রথম সুযোগ পায় রিয়াল। তবে রদ্রিগোর শট গোলরক্ষক বরাবর থাকায় তা ধরতে কোনো বেগ পেতে হয়নি বিলবাও গোলরক্ষক হুলেন আগিরেজাবালা।

৩৬তম মিনিটে মিনিয়েনের আরও একটি কোণাকোণি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৯তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। ছোট কর্নার থেকে বল পেয়ে মুনিয়ানের ক্রসে একেবারে ফাঁকায় থেকে হেড দেন রাউল গার্সিয়া। কিন্তু তার হেড বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়।

৮০তম মিনিটে নিজেদের সেরা সুযোগটি রিয়াল। সতীর্থের কাছ থেকে বল পেয়ে আসেনসিওকে দেন কাসেমিরো। দারুণ এক ব্যাকহিলে ফাঁকায় ফিরতি পাস দেন আসেনসিও। কিন্তু গোলরক্ষককে একা পেয়ে বুদ্ধিদীপ্ত শট নিতে পারেননি এ ব্রাজিলিয়ান। গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি।

৮৯তম মিনিটে 'ডেডলক' ভাঙে বিলবাও। কাসেমিরো ভুল পাস থেকে বল ধরে আলেক্সকে বল বাড়ান মিকেল ভেসগার। বল ধরে এক খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন এ বদলি খেলোয়াড়।

দিনের অপর কোয়ার্টার-ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বেতিস। আগের দিন নিজ নিজ ম্যাচে জিতে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে রায়ো ভায়াকানো ও ভ্যালেন্সিয়া।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago