৪ দিন ধরে কুয়ায় আটকা শিশু, চলছে উদ্ধারকাজ

ছবি: সংগৃহীত

মরক্কোতে কুয়ায় পড়ে ৪ দিন ধরে আটকে থাকা ৫ বছরের এক শিশুকে উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির উদ্ধারকারী দল।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের আশঙ্কার মধ্যেই কাজ অনেকটা এগিয়ে গেছে। উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে আছে এখন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাইয়ান নামের ওই শিশুটি মরক্কোর চেফচাওয়েন প্রদেশের যে কুয়ায় আটকে আছে, তা মাটি থেকে ১০০ ফুটেরও বেশি গভীর।

তাকে বের করে আনতে এক রাতে ৯০ ফুটেরও বেশি গভীরতায় উল্লম্বভাবে মাটি খনন করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখন অনুভূমিকভাবে খনন শুরু করার পরিকল্পনা করছেন। কয়েক হাজার মানুষ উদ্ধার কাজ দেখতে ঘটনাস্থলে জড়ো হয়েছে।

ছবি: সংগৃহীত

শিশুটির পরিবার জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে রাইয়ান ওই কুয়ায় পড়ে যায়। তার কান্না শুনে সেখানে তার অবস্থান শনাক্ত করেন তারা।

মরক্কোর টেলিভিশন আল-আওলাকে দেওয়া সাক্ষাৎকারে শিশুটির বাবা জানান, কর্তৃপক্ষ কুয়ার নিচে তার সন্তানের জন্য খাবার ও পানি পাঠিয়েছে।  

তিনি বলেন, 'তাকে নড়াচড়া করতে ও একটু পানি মুখে দিতে দেখেছি। আমি বিশ্বাস করি, সে ঠিক হয়ে যাবে।'

Comments