রাজনৈতিক চাপের কোনো প্রশ্নই আসে না: সিইসি

ছবি: স্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক চাপের কোনো প্রশ্নই আসে না। এ ধরনের কোনো চাপ আমাদের নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীন ভাবে কাজ করবো। সফলতা কী হয় সেটা সবাইকে জানাবো।

আজ মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যেহতু আগামী নির্বাচনের দায়িত্বটা আমাদের কাছে এসেছে। তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজেদের মধ্যে আমরা আলোচনা করবো। এখই কিছু বলতে পারবো না। আমরা প্রত্যাশা করি রাজনৈতিক নেতৃবৃন্দরা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে।

তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় সম্মান। আমরা শ্রদ্ধা ভরে সবসময় তাদেরকে স্বরণ করি। আমি দেখেছি সেই দিনের স্মৃতি আজ মনে পড়ছে।

সমঝোতার প্রশ্নে তিনি বলেন, আমাদের দায়িত্ব কী সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। কীভাবে সেটি (সমঝোতা) করা যাবে। আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করবো। আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে। সেটি যথা সময়ে সবাইকে জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান, ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কমিশনার মনির হোসাইন খানসহ প্রমুখ।

Comments

The Daily Star  | English

Violations reported after India, Pakistan agree to ceasefire

Blasts were heard in Srinagar and Jammu and projectiles and flashes were seen in the night sky over Jammu, similar to the events of the previous evening

47m ago