ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ১২ শতাংশ

গত ডিসেম্বর ও জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও ফেব্রুয়ারিতে কমেছে।

গত ডিসেম্বর ও জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও ফেব্রুয়ারিতে কমেছে।

ব্যাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। যা জানুয়ারি মাসের চেয়ে ১২ দশমিক ২ শতাংশ কম এবং গেল বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ কম।

রেমিট্যান্স গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় থাকলেও ডিসেম্বর-জানুয়ারি সময়ে এটি বাড়তে শুরু করে।

সরকার সম্প্রতি প্রবাসীদের জন্য প্রণোদনা আগের ২ শতাংশের পরিবর্তে আড়াই শতাংশে উন্নীত করেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও র‌েমিট্যান্স প্রবাহ তার প্রত্যাশিত গতি পেতে ব্যর্থ হয়েছে কারণ হুন্ডির মতো অবৈধ আর্থিক লেনদেন ব্যবস্থা সক্রিয় হয়ে উঠেছে।

অনেক দেশই করোনাভাইরাস মহামারীপূর্ব অর্থনৈতিক পরিস্থিতিতে ফিরে গেছে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা জানান, অনেক প্রবাসী রেমিট্যান্স পাঠানোর জন্য অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করছেন কারণ তারা প্রতি ডলারের বিপরীতে ব্যাংক যা দেয় তার চেয়ে বেশি টাকা পাচ্ছেন।

Comments