বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পর্দা নামল

বাংলাদেশসহ মোট ১০টি দেশের খেলোয়াড়রা অংশ নেন।
ছবি: সংগৃহীত

বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে ছেলেদের ইভেন্টে মিশরের ইয়াসিন এলশাফি ও মেয়েদের ইভেন্টে মালয়েশিয়ার বিনিকাশেয়ানি কুলাসেগারান চ্যাম্পিয়ন হয়েছেন।

চিটাগাং ক্লাবে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল দুটি। এলশাফি ভারতের অভিষেক আগারওয়ালকে ৩-২ সেটে হারান। একই ব্যবধানে কুলাসেগারান হারান শ্রীলঙ্কার ফাথুম ইসাদিনকে।

এবার বাংলাদেশসহ মোট ১০টি দেশের খেলোয়াড়রা অংশ নেন। বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের (বিএসএফআর) আয়োজকরা জানিয়েছেন, ছেলেদের ইভেন্টে ৩৬ ও মেয়েদের ইভেন্টে ১৬ জন প্রতিযোগী ছিলেন। দেশের ইতিহাসে এবারই প্রথম মেয়েরা কোনো আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

পাঁচ দিনব্যাপী টুর্নামেন্ট শেষে চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদক জয়ী এমএ মালেক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সালমান ইস্পাহানী, জেনারেল সেক্রেটারি জিএম কামরুল ইসলাম, এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম প্রমুখ।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago