পল্টনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) এর ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
ছবি: স্টার

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) এর ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

এ সময় হরতাল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।

হরতাল সমর্থকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।  এর আগে সকাল থেকেই পল্টন মোড় অবরোধ করে রাখেন হরতাল সমর্থকরা।

আজ সোমবার ৮টি বামপন্থী রাজনৈতিক দলের জোট এলডিএ সকাল ৬টা থেকে এই হরতাল শুরু করে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে এমন 'ব্যবসায়ীদের সিন্ডিকেট' ভাঙ্গা এবং প্রকৃত ব্যক্তিদের রেশন কার্ড প্রদানের দাবিতে এই হরতাল পালিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

10h ago