‘২৫০ রান তাড়া করাও হবে ভীষণ কঠিন’

Jamie Siddons
বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

ডারবানে মাহমুদুল হাসান জয়ের অবিস্মরণীয় সেঞ্চুরিতে রাঙানো দিনটি বাংলাদেশের নয়। ম্যাচের পরিস্থিতি বলছে স্পষ্ট পিছিয়ে মুমিনুল হকের দল। উইকেটের অবস্থা আভাস দিচ্ছে কঠিন রান তাড়ার। বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বললেন, এই উইকেটে ২৫০ রান তাড়া হবে ভীষণ কঠিন।

শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ৭৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে জয়ের ১৩৭ রানের কল্যাণে লাল সবুজের প্রতিনিধিরা করে ২৯৮ রান। ৬৯ রানের লিড পেয়ে যাওয়ায় ম্যাচ অনেকটা প্রোটিয়াদের মুঠোয়। তৃতীয় দিন শেষে তাদের রান বিনা উইকেটে ৬।

এই জায়গা থেকে খেলা নিজেদের দিকে আনতে হলে চতুর্থ দিনের প্রথম সেশনেই ৩-৪ উইকেট চান সিডন্স, আবার উইকেট নিতে গিয়ে বেশি আক্রমণ করারও ঝুঁকি দেখছেন তিনি, 'প্রথম সেশনে যদি তিন-চার উইকেট নিতে পারি, তাহলে খেলায় ফিরব। আমরা যদি বেশি আক্রমণ করি তাহলে খেলাটা আমাদের থেকে চলে যেতে পারে। আমরা ম্যাচে পিছিয়ে আছি কাজেই খুব বেশি রান দেয়া যাবে না। আমি মনে করি এটা ২৮০-৩০০ রানের উইকেট, ৩৬০ রানের নয়। ৬০ রানের ঘাটতি আমাদের পুষাতে হবে। যার মানে প্রথম সেশনে উইকেট দরকার।'

'যদি প্রথম সেশনে তারা ৮০-৯০ রান করে ফেলে তাহলে আমরা একদমই পিছিয়ে যাব। তখন আবহাওয়া আমাদের বাঁচায় কিনা ভাবতে হবে। আলো কিছু ওভার কেড়ে নিয়েছে এরমধ্যে। আজও সাড়ে তিনটার দিকেই অন্ধকার নেমে গেল।'

হাতে সবগুলো উইকেট নিয়ে ৭৫ রানের লিড হয়ে গেছে।  আর দেড়শো রান যোগ করলেও বাংলাদেশের জন্য কাজটা দুরূহ হয়ে যাবে বলে মত সিডন্সের, '২৫০ রান তাড়া হবে ভীষণ কঠিন। এটা কঠিন টেস্ট কিছুটা টার্ন শুরুতেই মিলছে। আমরা আজ শান্তকে বল করতে দেখেছি, সে যদিও আমাদের ভালো স্পিনারদের মধ্যে পড়ে না। স্পিনাররা কাল ও আজ ভাল বল করেছে। আমাদের যদি তেমন কোন লক্ষ্য তাড়া করতে হয় তাহলে মহারাজকে সামলানো কঠিন হবে। বল নিচু হতে শুরু করেছে। এটা খুব ভাল ক্রিকেট উইকেট। আমরা যদি ৭০ রান (লিড ৬৯ রানের) পেছনে না থাকতাম তাহলে নিজেদের ব্যাক করতে পারতাম যে বল করে পরা তাড়া করতে পারব।'

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

37m ago