বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ৫৭,৮৫৬ জন
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদ হক খান বলেছেন, বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। সৌদি আরব সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আজ বুধবার জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং পাথর্শী ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বাংলাদেশের হজযাত্রীদের হজে যাওয়ার সম্ভাবনা আছে বলে এর আগে গত ৩১ মার্চ ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।
'এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় সব প্রস্তুতি আছে,' বলেন তিনি।
পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারীর সঞ্চালনায় আজকের সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী ফরিদ হক খান বলেন, 'শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এত উন্নয়ন কাজ করতে পারেনি।
'দলের নেতাকর্মীদের সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে,' যোগ করেন তিনি।
Comments