চা-শ্রমিকদের মানবেতর জীবন

ধরুন আপনি একটি এলাকায় প্রায় ১৮০ বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করছেন, তবু আপনার জমির মালিক হওয়ার অধিকার নেই।

'কর্তৃপক্ষের' অনুমতি ছাড়া নিজের লাগানো একটা গাছও বিক্রি করতে পারেন না আপনি। আপনার সন্তানরা কোনো ভালো স্কুলে যেতে পারে না।

নূন্যতম মজুরিতে আপনার পরিবার হয়তো কোনোরকমে খেতে পায়। শ্রমিক হিসেবে আপনার কিছু বলার অধিকার নেই।

কারণ, আপনি এমন এক শ্রম আইনের বেড়াজালে বন্দি, যা দেশের সাধারণ শ্রম আইন থেকে আলাদা। আমাদের দেশের চা-শ্রমিকদের জীবনের গল্পটা এরকমই।

ইনসাইড বাংলাদেশে দেখুন দেশের চা-শ্রমিকদের মানবেতর জীবনের গল্প।

Comments