বল ধরতে গিয়ে চোটে পড়লেন ইবাদত

Ebadat Hossain
ডান হাতে চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন ইবাদত হোসেন। ছবি: ফিরোজ আহমেদ

৪৯তম ওভারে নিজের শেষ ওভারটা করতে এসেছিলেন ইবাদত হোসেন। রূপগঞ্জ টাইগার্সের নাসুম আহমেদের মারা জোরালো শট ঠেকাতে গিয়ে হাতে প্রচণ্ড ব্যাথা পেয়ে বেরিয়ে যান এই পেসার, ওই ওভারে আর বল করা  হয়নি তার। পরে জানা যায় ডান হাতের তালু কিছুটা কেটে গেছে ইবাদতের।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, ইবাদতের হাত কিছুটা কেটে গেছে। কাটা অংশ অন্তত একটি সেলাই দরকার। তবে হাড়ে কোন চোট আছে কিনা তা বুঝতে করা হচ্ছে স্ক্যান, 'স্ক্যান করার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর স্ক্যান রিপোর্ট পেলে বোঝা যাবে আর কোন সমস্যা আছে কিনা।'

শেখ জামাল ধানমন্ডির হয়ে এদিন ৭.১ ওভার বল করে ৩৫ রান দিয়ে উইকেটশশূন্য ছিলেন  ইবাদত। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাদের বিপক্ষে আগে ব্যাট করে ২৪৭ রান করে রূপগঞ্জ টাইগার্স।

Ebadot Hossain
এই বল ধরতে গিয়েই চোট পান ইবাদত। ছবি: ফিরোজ আহমেদ

ইবাদতের কোন চোট জাতীয় দলের জন্য চিন্তার কারণই হওয়ার কথা। ঈদের পর পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাতে দলের পেস আক্রমণে মূল ভরসার নাম ইবাদত। এরমধ্যে চোটের কারণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম খেলার বাইরে থাকায় ইবাদতকে নিয়ে অতি সতর্ক পথে হাঁটতে চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে চোট খুব গুরুতর না হলেও প্রিমিয়ার লিগে অন্তত পরের ম্যাচে বিশ্রাম পেতে পারেন এই পেস তারকা।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago