ইরান-সৌদি আরব বৈঠক: বৈরিতা ভাঙছে?

আঞ্চলিক উত্তেজনা কমাতে বিবদমান প্রতিবেশী সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (বামে) ও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা কমাতে বিবদমান প্রতিবেশী সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।

আজ রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে প্রধান আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরব পঞ্চমবারের মতো বৈঠকে বসেছে।

প্রতিবেদনে বলা হয়, পুরো মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরব একে অপরের বিরোধী দলগুলোকে সমর্থন দিয়ে থাকে। যেমন, ইয়েমেন সরকারকে সমর্থন দেয় সৌদি আরব, অন্যদিকে, সেখানে সরকারবিরোধী হুতিদের সমর্থন দেয় ইরান।

এতে আরও বলা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক বার্তা সংস্থা জানিয়েছে, ৬ সপ্তাহের বেশি সময় বিরতির পর ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠক শুরু হয়েছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে সংক্ষেপে বলেছেন, 'গত বৃহস্পতিবার বাগদাদে এই আলোচনা শুরু হয়েছে।'

প্রতিবেদন মতে, গত বছরের এপ্রিলে বিবদমান দেশ ২টির মধ্যে আলোচনা শুরু হয়। গত ১৩ মার্চ ইরান কোনো কারণ না দেখিয়েই আলোচনা 'সাময়িকভাবে স্থগিত' করে দেয়।

গতকাল শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা নূর নিউজ টুইটার পোস্টে জানায়, 'বাগদাদে ২ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা শুরু হয়েছে।'

এতে আরও বলা হয়, বৈঠকে দেশ ২টির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে 'আশার আলো' দেখা গেছে। সৌদি আরব প্রখ্যাত শিয়া নেতার মৃত্যুদণ্ড দেওয়ায় তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালালে ২০১৬ সালে তাদের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে।

নূর নিউজ আরও জানায়, ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা 'অদূর ভবিষ্যতে' বৈঠকে বসবেন।

তবে, ইরান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

Comments

The Daily Star  | English

Road Surface Melting: Bargain bitumen failing to bear extreme heat

As the country is baking in heatwave, road surfaces in several districts have melted due to what experts say is the use of bitumen that cannot withstand this extreme heat.

5h ago