গাজীপুরের সাবেক মেয়র এম এ মান্নান মারা গেছেন

গাজীপুরের সাবেক মেয়র এম এ মান্নান। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান (৭২) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গতকাল বুধবার রাতে এম এ মান্নানকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার জানাজার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

অধ্যাপক মান্নান ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। মেয়র থাকাকালীন ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় তাকে রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২০১৭ সালে জামিনে মুক্ত হন তিনি।

এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তিনি ধর্ম প্রতিমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, ২০১৫ সালে এম এ মান্নানকে কারাগারে পাঠানোর পর থেকে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর অসুস্থতার কারণে আর রাজনীতিতে সক্রিয় হননি তিনি।  

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago