যাত্রীর চাপ কম, ফাঁকা সাভারের সড়ক

ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের সড়কগুলোতে যাত্রী চাপ অনেকটাই কমে গেছে। সড়কগুলোতে যানবাহনের চাপ নেই।
সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকার পরিস্থিতি। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের সড়কগুলোতে যাত্রী চাপ অনেকটাই কমে গেছে। সড়কগুলোতে যানবাহনের চাপ নেই।

পুলিশ বলছে, পোশাক কারখানা ছুটি হওয়ার পর ঈদে ঘরমুখো শ্রমিকরা রাতেই রিজার্ভ পরিবহন যোগে বাড়ি ফিরেছেন। এ কারণে গতরাতে সাভারের সড়কগুলোতে যানবাহন ও যাত্রীর চাপ অনেকটাই বেশি ছিল।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাভারের সড়কগুলোতে গতকাল রাতে যাত্রী ও পরিবহনের চাপ অনেক বেশি ছিল। সকালে যাত্রী ও পরিবহনের চাপ কমে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে পরিবহন ও যাত্রীর চাপ বাড়তে পারে।'

তিনি বলেন, 'আমিনবাজার থেকে চন্দ্রা ও নবীনগর থেকে ধামরাই পর্যন্ত আমাদের ২৫টি টিমে প্রায় দেড় শতাধিক পুলিশ কাজ করছেন। আমরা ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে রয়েছি।'

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago