নন্দিত গীতিকার কে জি মোস্তফা মারা গেছেন

কে জি মোস্তফা। ছবি: সংগৃহীত

নন্দিত গীতিকার, সাংবাদিক ও কলামিস্ট কে জি মোস্তফা মারা গেছেন।

রোববার রাত ৮টার দিকে আজিমপুরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে জি মোস্তফার ছেলে মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কালজয়ী গান 'তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে' এবং 'আয়নাতে ঐ মুখ দেখবে যখন' গানের গীতিকার তিনি। দুটি গানের সুরকার ছিলেন রবিন ঘোষ।

প্রথম গানটি গেয়েছেন তালাত মাহমুদ ও দ্বিতীয়টি মাহমুদুন্নবী। এহতেশাম পরিচালিত 'রাজধানীর বুকে' সিনেমায় প্রথম গানটি এবং অশোক ঘোষ পরিচালিত 'নাচের পুতুল' সিনেমায় দ্বিতীয় গানটি প্রকাশের পর গান দুটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল।

আগামীকাল বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরদেহের দাফন হবে বলে মাহমুদুল হাসান জানিয়েছেন।

কে জি মোস্তফার মেয়ের জামাই মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। 

১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন কে জি মোস্তফা। তিনি ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দৈনিক ইত্তেহাদে ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় যোগ দেন তিনি।

১৯৭৬ সালে তিনি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত হন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী সম্পাদক পদে যোগ দেন। ১৯৯৬ সালে সিনিয়র সম্পাদক (যুগ্ম-সচিব পদমর্যাদা) হিসেবে অবসর নেন।

খ্যাতিমান এই গীতিকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের 'দেশবরেণ্য গীতিকার' পদকে ভূষিত হয়েছেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago