১ হাজার কি.মি. দূরে অশনি, দিক পরিবর্তন হলে দেশে আঘাতের সম্ভাবনা

অশনি গতরাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় অশনি। ছবি: সংগৃহীত

অশনি গতরাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

আজ সোমবার সকাল ১১টায় ঢাকা আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ শনিবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার বন্দর থেকে এটি ১ হাজার ২০ কিলোমিটার, মংলা বন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, অশনি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি যেহেতু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে সে হিসেবে এখনি বাংলাদেশর কথা বলা যাচ্ছে না। তবে এটি দিক পরিবর্তন করলে বাংলাদেশের আঘাত হানতে পারে। আগামীকাল দুপুর বা বিকেলের পরে জানা যাবে এটি কোন দিকে যাচ্ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণে নিরুৎসাহিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

The Daily Star  | English
Bangladesh's forex reserves

Forex reserves slip to $19.83 billion

The reserves decreased by $133 million in a week

28m ago