২৪ বছর পর বিচ্ছেদের পথে সোহেল খান ও সীমা খান

২৪ বছর পর বিচ্ছেদের পথে সোহেল খান ও সীমা খান
সীমা খান ও সোহেল খান। ছবি: সংগৃহীত

১৯৯৮ সালে বিয়ে করেন অভিনেতা-প্রযোজক সোহেল খান ও সীমা খান। তবে, কয়েক বছর ধরে তারা আলাদা থাকছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এই জুটির সর্বশেষ খবর হলো- তারা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। শুক্রবার মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতের বাইরে তাদের দেখা গেছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে এসব তথ্য নিশ্চিত করেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোহেল এবং সীমা ২ জনেই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তারা কয়েক বছর ধরে আলাদাভাবে বসবাস করছেন। শেষ পর্যন্ত মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এই জুটি।

ইন্ডিয়া টুডে আরও বলছে, শেষ মুহূর্তে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং কাউকে জানানো হয়নি। তারা ২ জনেই বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নেন এবং বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। গত কয়েক বছর ধরে তারা আলাদা থাকছেন।

সম্প্রতি নেটফ্লিক্স শো দ্য ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস-এ সীমা জানান, তিনি এবং সোহেল কোনো প্রচলিত বিবাহবন্ধনে নেই। কখনো কখনো আমাদের সম্পর্কগুলো গুলিয়ে যায় এবং বিভিন্ন পথে চলে যায়। তবে, আমি এ বিষয়ে কোনো ক্ষমা চাইছি না, কারণ আমরা খুশি এবং আমার সন্তানরাও খুশি। আমরা প্রচলিত বিবাহবন্ধনে না থাকলেও আমরা একটি পরিবার। আমরা একটি ইউনিট। দিন শেষে আমাদের জন্য সন্তানেরা গুরুত্বপূর্ণ।

Comments

The Daily Star  | English
Govt of Bangladesh logo

10-day holiday for Eid-ul-Azha

The decision was made today at a meeting of the advisory council at the Secretariat

7m ago