সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা

ছবি: শেখ নাসির/স্টার

টানা বর্ষণ ও উজানের ঢলে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তলিয়ে গেছে বহু ঘর-বাড়ি। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত একটি পরিবার। গোয়াইনঘাট থেকে গতকাল সোমবার ছবিটি তুলেছেন শেখ নাসির।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

7h ago