কতটা দৌড়াল রায়হান খানের ‘দৌড়’

অহনা গ্রুপের এমডি রুহুল আমিনের গাড়ি চুরি যাওয়ার পর তিনি পুলিশে অভিযোগ করেন। জানতে পারেন সেই গাড়িতে এমন কিছু আছে যা পুলিশের হাতে পড়লে তিনি বিপদে পড়বেন। তাই তিনি লোক ভাড়া করেন যাতে পুলিশ গাড়িটি খুঁজে পাওয়ার আগেই তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে, এর মধ্যে তিনি আবার জানতে পারেন তার একমাত্র ছেলে গাড়ির বুটে আটকা পড়েছে।

এরকমই রোমাঞ্চকর কাহিনি নিয়ে রায়হান খানের নির্দেশনায় তৈরি নতুন টিভি সিরিজ 'দৌড়'।

কিন্তু, পর্দায় কতটা দৌড়াল 'দৌড়'? জানতে দেখুন স্টার মুভি রিভিউ-এ সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।

Comments