বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চের 'বোঝা' হওয়ার শঙ্কায় ওয়াটসন

ব্যাট হাতে গত ১২ মাস ভালো না কাটলেও ফিঞ্চের ওপর আস্থা রয়েছে কোচ-নির্বাচকদের।
Aaron Finch
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

অ্যারন ফিঞ্চের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ওই সাফল্যের এক বছরের মধ্যে নিজেদের মাটিতে তাদেরকে নামতে হবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। সেখানে ফিঞ্চের কাঁধেই দলের অধিনায়কত্বের দায়িত্ব থাকা নিশ্চিতই বলা চলে। ব্যাট হাতে গত ১২ মাস ভালো না কাটলেও তার ওপর আস্থা রয়েছে কোচ-নির্বাচকদের। তবে অজিদের সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের মতে, বিশ্বকাপে দলের জন্য বোঝা হতে পারেন ফিঞ্চ।

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে ফিঞ্চ রয়েছেন সমালোচকদের কড়া নজরদারির মধ্যে। গত মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর তিনি শেষ করেছিলেন একমাত্র টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করে। তবে তাকে নিয়ে আশ্বস্ত হওয়ার মতো উপকরণ মিলছে কমই। চলমান আইপিএলেও রানখরায় ভুগছেন অজিদের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫ ম্যাচে মাত্র ৮৬ রান করে একাদশে জায়গা হারিয়েছেন ফিঞ্চ। এর মধ্যে অধিকাংশই এসেছে একটি ম্যাচে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত মাসে ২৮ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি।

ফিঞ্চকে নিয়ে তাই দুশিন্তার মধ্যে আছেন ওয়াটসন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ দায়িত্বে থাকা প্রাক্তন ক্রিকেটার ইউটিউব চ্যানেল গ্রেড ক্রিকেটারকে বলেছেন, 'দুর্ভাগ্যবশত, এই মুহূর্তে সে যেভাবে ব্যাটিং করছে এবং এই আইপিএলে আমি যা দেখেছি, সে তার সেরা ব্যাটিংয়ের কাছাকাছি কোথাও নেই। সে তার কৌশল ও মানসিকতা নিয়ে যেসব কাজ করছে, সেটা যাই হচ্ছে না কেন, তার সেরা অবস্থার চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক পাল্টে গেছে।'

গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পায়ের চোটকে সঙ্গী করে খেলেছিলেন ফিঞ্চ। নেতৃত্বের মুন্সিয়ানার জন্য সব সময়ই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতনদের সমর্থন পেয়ে আসছেন তিনি। তাদের মধ্যে আছেন দলের নতুন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও জাতীয় নির্বাচক জর্জ বেইলি।

ওয়াটসনের অবশ্য মনে করছেন, কেবল অধিনায়ক বলেই অস্ট্রেলিয়া দলে কারও জায়গা পাকা থাকা উচিত নয়, 'আমি বিশ্বাস করি, যদি সে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রান না করে এবং তার পারফরম্যান্স যদি কলকাতার হয়ে এখন যেমন সেরকমই থাকে, তাহলে তাকে দলে নেওয়া যাবে না। এই মুহূর্তে সে ছন্দে নেই। অধিনায়ক হিসেবে তার দক্ষতা যত ভালোই হোক না কেন, যদি সে এভাবে ব্যাট করতে থাকে, তাহলে দলের জন্য একটা বড় বোঝা হবে। বিশেষ করে, একজন ওপেনার হিসেবে।'

Comments

The Daily Star  | English

Prolonged Middle East conflict to affect Bangladesh: PM

Prime Minister Sheikh Hasina today told parliament that the ongoing conflict in the Middle East, if escalates and gets prolonged, will affect Bangladesh socially, politically, and economically

40m ago