৩৬ বছর পর পর্দায় টম ক্রুজের ‘টপ গান’ সিনেমার সিক্যুয়াল

‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো 'টপ গান' সিনেমার দ্বিতীয় কিস্তি 'টপ গান: ম্যাভেরিক'।

সিনেমাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। আগামী ২৭ মে আন্তর্জাতিক পরিসরে মুক্তি পাবে সিনেমাটি।

একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।

সিনেমা মুক্তির আগে গত ১৮ মে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে 'টপ গান: ম্যাভেরিক' সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সেখানে অংশ নিয়েছিলেন টম ক্রুজ।

এবারের পর্বে নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে।

এ ছাড়া নতুন করে সিনেমায় যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

টম ক্রুজের ম্যাজিক যে গত সাড়ে ৩ দশকে এতটুকুও ফিকে হয়নি এই ছবির সিক্যুয়েল তারই প্রমাণ। আবারও একবার দুরন্ত গতিতে জেট প্লেন উড়িয়ে, বোম্বার জ্যাকেট ও রে ব্যান সানগ্লাসে রূপালি পর্দা কাঁপাতে আসছেন 'টপ গান' তারকা।

সিনেমার নতুন ট্রেলারে তিনি আবারও দর্শকদের সেই টানটান উত্তেজনার ঝলক দেখালেন। এখানে টম ক্রুজকে সেই পুরনো দিনের রূপেই আবার পাওয়া গেছে। ট্রেলারটিতে বেশ কিছু চোখ ধাঁধানো উড়োজাহাজ উড্ডয়নের দৃশ্য রয়েছে। বারবার তাকে ফাইটার জেটের মধ্যেই দেখা গেছে। এগুলোর বেশিরভাগই বাস্তবে টম ক্রুজ নিজেই শুট করেছেন, কোনো স্ট্যান্টম্যানের সাহায্য নেননি।

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

26m ago