নারায়ণগঞ্জে রাজউকের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা, ২ ভবন সিলগালা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এসময় একটি ভবনকে ৫ লাখ টাকা জরিমানা, ২টি ভবন সিলগালাসহ ২টি ভবনের নকশাবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের আমলাপাড়া এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সহযোগিতায় ছিল সদর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ (২) এর অথরাইজ অফিসার শুভঙ্কর সুস্ময় রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিকেল ৪ টায় এ অভিযান শেষ হয়। এসময় একটি ১০ তলা ভবনের নিচ তলায় পার্কিং গ্রাউন্ডে দোকান, সুইমিং পুলসহ বাণিজ্যিক কার্যক্রম চালানোর অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তখন ভবন কর্তৃপক্ষ ৫ লাখ টাকা জরিমানা পরিশোধ করে।'

তিনি বলেন, 'একই এলাকায় আরও দুটি নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়। কারণ নকশা বর্হিভূতভাবে নির্মাণ করা, আবাসিক ভবন বাণিজ্যিক কার্যক্রম চালানোসহ রাজউকের অভিযান দেখে কর্তৃপক্ষ পালিয়ে যায়। এছাড়া আরও দুটি ভবনের নকশা বর্হিভূতভাবে নির্মাণ করা বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়েছে। এই দুই ভবনের কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি যার ফলে জরিমানা করা যায়নি।'

তিনি বলেন, 'আমাদের এই অভিযান এখন থেকে ধারাবাহিকভাবে চলবে।'

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

38m ago