সেই রাতটা কোর্তুয়ার ছিল: সালাহ

২০১৮ সালের ফাইনালে হারের বদলাটা নিবেন বলেই হুমকি দিয়েছিলেন। ম্যাচে তার প্রতিফলনও ছিল স্পষ্ট। দুর্দান্ত খেলেছিলেন। কিন্তু তার সব প্রচেষ্টা রুখে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তুয়া। শেষ পর্যন্ত হারতেও হয় তাদের। মূলত কোর্তুয়ার কাছেই হার মানেন মোহামেদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সে রাতটি এ বেলজিয়ান গোলরক্ষকেরই ছিল বলে মনে করেন এ মিশরীয় তারকা।

জাতীয় দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে কথা বলেন এ তারকা। সে ম্যাচে কোর্তুয়াই ভাগ্য বদলে দিয়েছেন বলে মনে করেন সালাহ। অন্যথায় জয় তাদেরই প্রাপ্য ছিল বলে মনে করেন এ ফরোয়ার্ড, 'জয়টা আমাদের প্রাপ্য ছিল, আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমিই দুই বা তিনটি নিশ্চিত সুযোগ পেয়েছিলাম, কিন্তু থিবো কোর্তুয়া অবিশ্বাস্য সেভ করেছিল। অবশ্য এটাই তার কাজ, এ জন্যই রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তি করেছে। সেই রাতটা তার ছিল।'

ক্লাবের হয়ে মৌসুম শেষ করার পর বর্তমানে জাতীয় দলে তাঁবুতে আছেন সালাহ। মঙ্গলবার প্রীতি ম্যাচে মাঠে নামছে তার দল মিশর। বছর জুড়ে ঠাসা সূচিতে খেলার পর জাতীয় দলের হয়ে নামায় ফিটনেস নিয়ে বেশ সতর্ক সালাহ, 'আমি প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট মেডিটেট করি, বাসায়, একা। এটা সত্য যে আমার বাড়িটা অনেকটা হাসপাতালের মতো। আমার স্ত্রী এটা পছন্দ করে না। আমাদের দুটি রুম কেবলই বিভিন্ন ধরনের ফিটনেস মেশিনের জন্য বরাদ্দ।'

এমনকি এ সকল বিষয় তার স্ত্রীর পছন্দ নয় বলেও জানান এ তারকা ফুটবলার, 'ঘরে আমি ক্রায়োথেরাপিও করতে পারি, হাইপারবারিক চেম্বারও আছে। আমি প্রতি নিয়ত আমার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করি। আমার স্ত্রী বলে আমি তার চেয়ে আমার ফিটনেস মেশিনগুলোর সঙ্গেই বেশি সময় কাটাই। অনুশীলনের সময় বেলা ৩টা হলে আমি দুই-তিন ঘণ্টা আগেই পৌঁছে যাই, আবার আসিও দেড় ঘণ্টা পর।'

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫১টি ম্যাচ খেলে ৩১ গোল করেন সালাহ। জিতেছেন দুইটি শিরোপা- এফএ কাপ ও লিগ কাপ। সেখানে দারুণ অবদান ছিল তার। আর জাতীয় দলের হয়ে ১০টি ম্যাচ খেলে করেছেন ২টি গোল।

Comments

The Daily Star  | English

US seeks written tariff reduction proposals from Bangladesh

“We look forward to receiving a written offer from your government so that we can commence formal negotiations,” the USTR letter said

1h ago