শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ হানিফ গাজী।

দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. শামীমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, 'নিহত  হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৫২ বছর বয়সী হানিফ গাজী নিজ বাড়ি বলইকাঠী থেকে ভাড়া করা মোটরসাইকেলে পটুয়াখালীতে আসার পথে দুর্ঘটনায় পড়েন। বসাক বাজারে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক শামীম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান।

মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে হানিফ গাজী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। শামীমকে প্রথমে পটুয়াখালী মেডিকেলে এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত হানিফ গাজী আমখোলা ইউনিয়নের বলই কাঠী গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তৃতীয়বারের মতো নির্বাচিত ইউপি সদস্য।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

1h ago