সিডনিতে আগামীকাল পিঠা উৎসব

২০১৯ সালের পিঠা উৎসবের আয়োজন। ছবি: সংগৃহীত

অনাদিকাল থেকেই পিঠা আমাদের সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে মিশে আছে। প্রবাসে পিঠার স্বাদ বঞ্চিত বাঙালির রসনা তৃপ্ত করতে এবং আগামী প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের অংশীদার করতে গত ২ দশকের ধারাবাহিকতায় এ বছরেও শীতের পিঠা উৎসব করতে যাচ্ছে সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।

আগামীকাল রোববার সিডনির ইঙ্গেলবার্ণের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে দিনব্যাপী বর্ণিল এই পিঠা উৎসব হবে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

২০১৯ সালের পিঠা উৎসবের আয়োজন। ছবি: সংগৃহীত

স্কুল কর্তৃপক্ষ জানান, করোনা মহামারির পর স্কুলের নিয়মিত কার্যক্রম চলছে। সবশেষ ২০১৯ সালে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত স্কুল প্রাঙ্গণেই মেলার আয়োজন করা হতো। কিন্তু হাজারো মানুষের সমাগম হওয়ায় ২০১৯ সাল থেকে এই পিঠা উৎসব হয় আলাদা ভেন্যুতে।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সভাপতি মসিউল আজম খান স্বপন বলেন, 'স্কুলের দীর্ঘ ২০ বছরের অধিক সময়ের পথচলায় নিয়মিতভাবেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব থেকে অর্জিত পুরো অর্থই স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার হয়। পিঠা উৎসবই স্কুলটির একমাত্র ফান্ড রাইজিং ইভেন্ট।'

২০১৯ সালের পিঠা উৎসবের আয়োজন। ছবি: সংগৃহীত

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের এই পিঠা উৎসবের জন্য অপেক্ষা করেন পিঠাপ্রেমীরা। এখানে সুস্বাদু পিঠা খাওয়ার পাশাপাশি চলে প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মের শিশুদের নানান পরিবেশনা।

স্কুলের অধ্যক্ষ রুমানা খান বলেন, 'পিঠা উৎসবের জন্য নিয়মিত পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীরা ছড়া, কবিতা, গল্প বলা, গান, নাচের প্রস্তুতি নিয়েছে। বাচ্চাদের এসব পরিবেশনা প্রবাস জীবনে দেশের আমেজ নিয়ে আসে।'

বাচ্চাদের সঙ্গে আরও যোগ দেন স্থানীয় শিল্পীরা। এই উৎসবে বাংলাদেশিদের সঙ্গে বিদেশিরাও যোগ দেন। ফলে পিঠা উৎসব পরিণত হয় একটা সাংস্কৃতিক মেলবন্ধনে।

 

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago