বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংলিশদের জবাব

দুর্দান্ত এক সেঞ্চুরি করে দ্বিতীয় টেস্ট ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন জনি বেয়ারস্টো। তৃতীয় টেস্টেও ব্যাট কথা বলেছে এ উইকেটরক্ষক-ব্যাটারের। এদিনও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাতে নিউজিল্যান্ডকে দারুণ জবাব দিচ্ছে স্বাগতিকরা।

শুক্রবার লিডসের হেডিংলিতে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৬৪ রান তুলেছেন ইংল্যান্ড। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তবে এখন ৬৫ রানে এগিয়ে আছে সফরকারীরা।

অবশ্য নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংলিশদের সূচনাটা ভয়াবহ। ট্রেন্ট বোল্টের বোলিং তোপে দলীয় ২১ রানেই প্রথম সারির চার উইকেট হারিয়ে ফেলে দলটি। আলেক্স লিস, অলি পোপ, জ্যাক ক্রাউলি ও জো রুট কেউই পারেননি দুই অঙ্কে পৌঁছাতে।

এই ধাক্কা সামলে ওঠার চেষ্টায় স্কোরবোর্ডে আর ৩৪ রান যোগ করে আউট অধিনায়ক বেন স্টোকস ও বেন ফোকস। এ দুই ব্যাটারকে ফেরান নিল ওয়েগনার। ফলে দলীয় ৫৫ রানেই হারিয়ে বড় চাপে পড়ে দলটি।

এরপর জেমি ওভারটনকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন বেয়ারস্টো। শুরুর ধাক্কা তো সামলেছেনই, দলকে লিডের স্বপ্নও দেখাচ্ছেন তারা। সপ্তম উইকেটে ২০৯ রান যোগ করেন এ দুই ব্যাটার।

দারুণ এক সেঞ্চুরি তুলে ১৩০ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো। ২১টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ১০৬ বলে ৮৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন ওভারটনও। ১২টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে ৭৩ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন বোল্ট। ৫৩ রানের বিনিময়ে ২টি শিকার ওয়েগনারের।

সকালে আগের দিনের ৫ উইকেটে ২২৫ রান নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে আর ১৮ রান যোগ হতে টম ব্লান্ডেলকে হারায় দলটি। বেশিক্ষণ টিকতে পারেননি মাইকেল ব্রেসওয়েলও।

তবে অষ্টম উইকেটে টিম সাউদিকে নিয়ে ফের দলের হাল ধরেন ড্যারিল মিচেল। স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন এ দুই ব্যাটার। এরপর মিচেল আউট হলে ৪ রানের ব্যবধানে বাকি দুই উইকেটও হারায় তারা।

টানা তৃতীয় টেস্টে সেঞ্চুরি তুলে দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেছেন মিচেল। ২২৮ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় এ রান করেছেন তিনি। ১২২ বলে ব্লান্ডেলের ব্যাট থেকে আসে ৫৫ রান। সাদুই খেলেন কার্যকরী ৩৩ রানের ইনিংস।

ইংল্যান্ডের পক্ষে ১০০ রানের খরচায় ৫টি উইকেট নিয়েছেন জ্যাক লিচ। ৬২ রানের বিনিময়ে ৩টি শিকার স্টুয়ার্ট ব্রডের।    

Comments

The Daily Star  | English

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

8h ago