নতুন দুই কীর্তি গড়ে ভারতকে উদ্ধার করলেন পান্ত

৯৮ রানেই নেই প্রথম সারির পাঁচ উইকেট। রীতিমতো লেজ বেরিয়ে যাওয়ার দশা। কিন্তু এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে কী দারুণ ব্যাটিংই না করলেন উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্ত। ইনিংস মেরামত তো হলোই, তার সঙ্গে খ্যাপাটে ব্যাটিংয়ে দলকে নিয়ে গেলেন দারুণ এক অবস্থানে। একই সঙ্গে নিজেও গড়লেন নতুন এক কীর্তি।

শুক্রবার বার্মিংহ্যামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩৩৮ রান করেছে ভারত।

সাম্প্রতিক সময়ে অ্যাওয়ে ম্যাচের শুরুটা ভালো হওয়ার রেকর্ড খুব একটা নেই ভারতের। এদিনও যখন শ্রেয়াস আইয়ার আউট হয়ে সাজঘরে ফেরেন, তখন মনে হচ্ছিল সেই পুরনো চিত্রনাট্যই মঞ্চায়ন হচ্ছে এজবাস্টন টেস্টে। কিন্তু সে শঙ্কা উড়িয়ে দিয়ে অনুপম শৈলী উপহার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পান্ত। 

এদিন কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান পান্ত। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে ১০০ ছক্কার রেকর্ড গড়েন তিনি। জ্যাক লিচকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৪ বছর ২৭১ দিন বয়সে এ কীর্তি গড়ে ফেলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। শচিন এ রেকর্ড গড়েছিলেন পাক্কা ২৫ বছর বয়সেই। সবমিলিয়ে অবশ্য এ রেকর্ডটা পাকিস্তানের শহীদ আফ্রিদির।

একই সঙ্গে ৮০ বলে সেঞ্চুরি স্পর্শ করা ইনিংসে রেকর্ড গড়েছেন আরও একটি। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে যা সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে ৯৩ বলে সেঞ্চুরি করে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী ছিলেন ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি।

১৪৬ রানের ইনিংসে এদিন টেস্ট ক্যারিয়ারের দুই হাজার রানও পূরণ করেছেন পান্ত। ৩১ টেস্টের ৫২ ইনিংস ব্যাট করে এ রান করেন তিনি। বিধ্বংসী এ ইনিংসটি ১১১ বলে ১৯টি চার ও ৪টি ছক্কায় করেছেন পান্ত। 

পুরো ইনিংসে কেমন দাপুটে ব্যাটিং করেছেন একটি নমুনা চিত্র ৪৮তম ওভারের তৃতীয় বলে উপহার দেন পান্ত। টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল পেসার জেমস অ্যান্ডারসনকে রিভার্স সুইপ মারার স্পর্ধাও দেখান। যদিও তাতে দুই রান মিলেছে।

দারুণ কৃতিত্ব রয়েছে জাদেজারও। অপর প্রান্তে ঠাণ্ডা মাথায় ব্যাট করে পান্ত যোগ্য সঙ্গ দিয়েছেন তিনি। ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। নিজের ইনিংসটি সাজান ১০টি চারের সাহায্যে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। জেমস অ্যান্ডারসন ও ম্যাথিউ পটসের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একশ রানের আগেই অর্ধেক ব্যাটার সাজঘরে। এরপর জাদেজার সঙ্গে দলের হাল ধরেন পান্ত। গড়েন ২২২ রানের জুটি। তাতেই স্বস্তি মিলে দলটির। তবে দিনের শেষ দিকে দুটি উইকেট না হারালে ম্যাচের চিত্রটা হতো আরও দারুণ।

ইংলিশদের পক্ষে ৫২ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ২টি শিকার ম্যাথিউ পটসের।

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

3h ago