ঢাবি ‘ঘ’ ইউনিট: বিজ্ঞান বিভাগে প্রথম অনন্য, ব্যবসায় সামিয়া, মানবিকে আকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক শ্রেণির 'ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছেন অনন্য গাঙ্গুলী। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৩ দশমিক ৯৫৷ তিনি ঝিনাইদহের গভর্নমেন্ট কেএইচএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

ব্যবসায় বিভাগে প্রথম হয়েছেন আয়েশা জাহান সামিয়া৷ তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ১৷ তিনি রাজধানীর মাইলস্টোন কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

মানবিকে প্রথম হয়েছেন তানজিদ হাসান আকাশ৷ তার প্রাপ্ত নম্বর ১০৩ দশমিক ৪৪৷ তিনি নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান আজ মঙ্গলবার দুপুর ১টায় 'ঘ' ইউনিটের ফল প্রকাশ করেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে এক হাজার ৩৩৬টি আসনের বিপরীতে পাস করেছেন ৬ হাজার ১১১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে এক হাজার ১১ আসনের বিপরীতে পাস করেছেন ৪ হাজার ৮১১ জন, ব্যবসা শিক্ষায় ২৯৭ আসনের বিপরীতে এক হাজার পাঁচ জন এবং মানবিক বিভাগে ২৮ আসনের বিপরীতে পাস করেছেন ২৯৫ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৭৮ হাজার ২৯ জন শিক্ষার্থী।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

6h ago