বিএসজেএর সেরা ক্রীড়াবিদ মাহাবুব

দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন ও দুটি ইভেন্টে রানার্স আপ। তাতেই সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন স্পোর্টস কার্নিভাল-২০২২ এর সেরা ক্রীড়াবিদ হয়েছেন ফ্রিল্যান্সার মাহাবুব আলম খান। একই সঙ্গে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো এবারের আসরের।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনে মোট সাতটি ডিসিপ্লিনে ৫০-এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ১১টি ভিন্ন ইভেন্টে মোট পদক পেয়েছেন ১৮ জন প্রতিযোগী ৪০টি পদক ভাগাভাগি করে নিয়েছেন। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীকে আকর্ষণীয়  মেডেল ও অর্থ পুরস্কার দেওয়া হয়।

বুধবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সমাপনী আয়োজনে পদকজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিএসজেএ'র সভাপতি এটিএম সাইদুজ্জামান এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলাম।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনির সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসজেএ'র সাধারণ সম্পাদক আনিসুর রহমান। তিনি বলেন, 'বিএসজেএ'র সদস্যদের জন্য বিনোদন ও হৃদ্যতা   তৈরিতে এ কার্নিভালের আয়োজন করা হয়। আশা করছি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্নিভাল আয়োজন করা হবে।'

এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, 'বাংলাদেশের  যে কোনো স্পোর্টসে ওয়ালটন থাকতে চায়। মাদকমুক্ত দেশ গঠনে কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের অনেক দায়িত্ব। সুন্দর ও প্রতিযোগিতামূলক এই আয়োজনের জন্য বিএসজেএকে অভিনন্দন। ওয়ালটন পরিবার সবসময় বিএসজেএ'র যেকোনো আয়োজনে সম্পৃক্ত থাকতে চায়। আশা করছি, ভবিষ্যতেও আমাদের এই সুসম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে।'

এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করা বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান বলেন, 'আমাদের নিজেদের ঘরোয়া এই আয়োজনে ওয়ালটনের মতো প্রতিষ্ঠান পাশে থেকেছে এজন্য তাদেরকে ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে সকল জায়গায় ওয়ালটন বিস্তৃত। বিএসজেএ'র পক্ষ থেকে তাদের আরও সাফল্য কামনা করছি। স্পোর্টস কার্নিভালের সকল পদকজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ক্রীড়াসুলভ মনোভাব দেখানোয় ধন্যবাদ।'

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

A revered Bangladeshi musicologist, author, and television figure, Mustafa Zaman Abbasi passed away at 7:00am today at the age of 87.

39m ago