বাংলাদেশ

ঈদের আগের সেই চিরচেনা দৃশ্য নেই পাটুরিয়া ঘাটে

বিগত বছরগুলোতে ঈদের আগে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও এবার সেখানকার চিত্র ভিন্ন। কোনোরকম ভোগান্তি ছাড়াই দূরপাল্লার বাস, সাধারণ পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি ফেরি পার হয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে চলে যেতে পারছে।
পাটুরিয়া ঘাটে নির্বিঘ্নে পার হচ্ছে যাত্রী-যানবাহন। ছবি: সংগৃহীত

বিগত বছরগুলোতে ঈদের আগে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও এবার সেখানকার চিত্র ভিন্ন। কোনোরকম ভোগান্তি ছাড়াই দূরপাল্লার বাস, সাধারণ পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি ফেরি পার হয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে চলে যেতে পারছে।

পদ্মা সেতু উদ্বোধনের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী দেশের দক্ষিণাঞ্চলের অনেক গাড়িই পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে। সেকারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গাড়ির চাপ আগের তুলনায় কমেছে বলে জানান সংশ্লিষ্টরা।

পাটুরিয়া ঘাটে নির্বিঘ্নে পার হচ্ছে যাত্রী-যানবাহন। ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দেখা গেছে, বাস, ট্রাক ও ছোট গাড়ি ঘাটে আসামাত্র ফেরিতে উঠতে পারছে। লঞ্চঘাটে যাত্রীদের উপস্থিতি গতকালের তুলনায় আজ একটু বেশি হলেও তা বিগত ঈদের সময়ের চেয়ে কম।

রাজবাড়ি জেলার ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবার পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। খুব সহজেই মহাসড়ক হয়ে পাটুরিয়া ঘাটে এসেছি। এখান থেকে কোনোরকম ভোগান্তি ছাড়াই লঞ্চে চড়ে গন্তব্যে যেতে পারছি।'

কুষ্টিয়া জেলার হাসান আলী বলেন, 'গত ঈদেও পাটুরিয়া ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এবার আমাদের বাস ঘাটে আসামাত্র ফেরিতে উঠতে পেরেছি। পথেও কোনো সমস্যা হয়নি।'

পাটুরিয়া ঘাটে নির্বিঘ্নে পার হচ্ছে যাত্রী-যানবাহন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ ডেইলি স্টারকে বলেন, 'ঈদে ঘরমুখো মানুষের কিছুটা চাপ থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় দুর্ভোগ ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২১টি ফেরির মধ্যে ১৯টি ফেরি চলাচল করছে।'

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

4h ago