ভারত

স্পাইসজেটের ৫০ শতাংশ ফ্লাইটে ৮ সপ্তাহের নিষেধাজ্ঞা

ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটের ৫০ শতাংশ ফ্লাইটের ওপর ৮ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। সম্প্রতি প্রতিষ্ঠানটির উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির বেশ কয়েকটি ঘটনার পর গতকাল বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।
spicejet
স্পাইসজেটের একটি উড়োজাহাজ। ছবি: ফাইল ফটো

ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটের ৫০ শতাংশ ফ্লাইটের ওপর ৮ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। সম্প্রতি প্রতিষ্ঠানটির উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির বেশ কয়েকটি ঘটনার পর গতকাল বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।

গতকাল বুধবার ভারতের সংবাদ সংস্থা বিজনেস টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিজিসিএর নির্দেশে জানানো হয়, বেশকিছু স্পট চেক, পরিদর্শন ও স্পাইসজেটের কাছে পাঠানো কারণ দর্শানোর নোটিশের উত্তরের পরিপ্রেক্ষিতে, আকাশপথে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহণ সেবা অব্যাহত রাখার জন্য স্পাইসজেটের ৫০ শতাংশ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এই বিধিনিষেধ আগামী ৮ সপ্তাহ প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে ডিজিসিএ।

নির্দেশে আরও জানানো হয়, আবারও উড়োজাহাজ সংস্থাটি নিরাপদে ও উপযোগিতার সঙ্গে বেশি পরিমাণে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি সেবা ও আর্থিক সম্পদ জোগাড় করতে সক্ষম হলে এবং এ বিষয়ে ডিজিসিএ সন্তুষ্ট হলে এই বিধি-নিষেধ প্রত্যাহার করা হতে পারে।

এই ৮ সপ্তাহ উড়োজাহাজ সংস্থাটিকে 'বর্ধিত নজরদারিতে' রাখা হবে বলেও উল্লেখ করেছে ডিজিসিএ।

স্পাইসজেটের মুখপাত্র জানান, সংস্থাটি ডিজিসিএর নির্দেশনা মেনে চলবে।

'এ মুহূর্তে পর্যটক বেশি আসছে না দেখে স্পাইসজেট অন্যান্য উড়োজাহাজ সেবাদাতার মতো ইতোমধ্যে তাদের ফ্লাইটের সংখ্যার পুনর্বিন্যাস করেছে। ফলে এই বিধি-নিষেধ আমাদের ফ্লাইট কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না', যোগ করেন মুখপাত্র।

স্পাইসজেটের দাবি, বিধি-নিষেধ সত্ত্বেও কোনো ফ্লাইট বাতিল হবে না এবং যাত্রীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ভারতের পুঁজিবাজারে বুধবার স্পাইসজেটের শেয়ারের মূল্য শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ৩৮ দশমিক ৩০ রুপি হয়েছে।

১৯ জুন থেকে শুরু করে পরবর্তী ১৮ দিনে স্পাইসজেটের উড়োজাহাজগুলোতে অন্তত ৮টি কারিগরি ত্রুটির ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে, ডিজিসিএ ৬ জুলাই বেসরকারি প্রতিষ্ঠানটিকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

নোটিশে দাবি করা হয়, 'নিরাপত্তা সম্পর্কে প্রজ্ঞার অভাব' ও 'অপর্যাপ্ত সংস্কার কার্যক্রমের' কারণে সার্বিকভাবে স্পাইসজেটের উড়োজাহাজ পরিবহন সেবার নিরাপত্তা মানের অবনতি হয়েছে।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago