গাজীপুরে ২ যুবককে মারধরকারী ইউপি সদস্য রাশেদুল গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলায় ২ যুবককে মারধরকারী মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুল হককে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সদর উপজেলার বিকেবাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে জুয়েল রানাকে ভিডিও ধারণের ঘটনায় মারধর করেন ইউপি সদস্য রাশেদুল হক। ওই ঘটনা সোমবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে মারধরের শিকার জুয়েল মঙ্গলবার রাশেদুল হককে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।'
আজ বুধবার ইউপি সদস্য রাশেদুল হককে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বিকেবাড়ি (সিটপাড়া) এলাকার বাসিন্দারা জানান, ছোটখাটো বিভিন্ন বিষয়ে ইউপি সদস্য রাশেদুল হক যাকে খুশি তাকে মারধর করেন। বিচার সালিশের নাম করে নিরীহ লোকদের হয়রানি ও লাঞ্ছিত করেন। শুক্রবার বিকেলে বিকেবাড়ি এলাকার একটি খোলা মাঠে যুবক চন্দ্রের ছেলে সাইদুলকে ধরে নিয়ে আসেন তিনি। পরে মুরগি চুরির মিথ্যা অভিযোগে তাকে এলোপাতাড়ি মারধর করেন। সেখানে উপস্থিত জুয়েল রানা ওই মারধরের ভিডিও ধারণ করায় ইউপি সদস্য রাশেদুল তাকেও লাঠিপেটা করেন।
Comments