সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা মামলার বিচার শুরু

সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ৩ আসামি হলেন—প্রধান অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরী এবং সেলিম প্রধান ও সাকিব হোসেন।
এদের মধ্যে মিজানুর কারাগারে এবং সেলিম ও সাকিব জামিনে আছেন। আজ বুধবার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ইসমত জাহান অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আদালত আগামী ২৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। বিচারিক আদালতের অতিরিক্ত কৌঁসুলি এমএ কাইয়ুম মোল্লাহ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, গত বছরের ৩১ মে সাভার থানার পরিদর্শক এবং এই মামলা তদন্তকারী কর্মকর্তা নির্মল কুমার দাস ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
তদন্ত শেষে অভিযোগপত্রে থেকে তিনি মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকার নাম বাদ দেন। এতে রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নীলা রায় ২০২০ সালে ২০ সেপ্টেম্বর ছুরিকাঘাতে আহত হয়। সে সময় নীলার বড় ভাই আলোক তাকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিল। ছুরিকাঘাতে আহত হলে আলোক তাকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই নীলার মৃত্যু হয়েছে।
ওই দিনই নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে মিজানুর ও তার বাবাকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় পুলিশ মিজানুর ও তার সহযোগী সেলিমকে গ্রেপ্তার করে।
ওই বছরের ১ অক্টোবর মিজানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তিনি নীলাকে ছুরিকাঘাত করেন। মিজানুরই জানান, এ ঘটনায় সাকিব জড়িত। পরবর্তীতে পুলিশ সাকিবকে গ্রেপ্তার করে।
Comments