মালয়েশিয়ায় সেরা শিক্ষার্থীর সম্মাননা পেলেন বাংলাদেশি ওলিদ

সনদ হাতে বাংলাদেশি শিক্ষার্থী ওলিদ বিন নাসির। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সেরা শিক্ষার্থীর সম্মাননা পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ওলিদ বিন নাসির। যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটির যৌথ অংশীদারিত্বের মালয়েশিয়ার ইন্টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের থেকে বিএসসি (অনার্স) তথ্যপ্রযুক্তিতে এই সম্মাননা পান।

গত শুক্রবার দেশটির সেরেম্বান জেলার নিলাই শহরে ইন্টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর লা ইম উইংয়ের কাছ থেকে সেরা শিক্ষার্থীর সম্মাননা গ্রহণ করেন ওলিদ।

মালয়েশিয়ার খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয়ের থেকে প্রতিবছর সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তদের সেরা পুরষ্কারের সম্মানিত করা হয়। এ বছর সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে প্রথম এই অনুষদে একজন বাংলাদেশি শিক্ষার্থী এই পুরস্কার পেলেন।

অন্যান্য অনুষদের পুরষ্কার পাওয়া সেরা শিক্ষার্থীদের সঙ্গে ওলিদ বিন নাসির। ছবি: সংগৃহীত

অনুষদের সেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এইচ আইএন গ্রুপের পক্ষ থেকে আরও একটি পুরস্কারে ভূষিত হয়েছেন ওলিদ বিন নাসিরকে। প্রতিষ্ঠানের কর্ণধার লু চিং উই এক হাজার রিঙ্গিতের চেক ও সম্মাননা ওলিদের হাতে তুলে দেন।

এর আগে গত বছর ৩৫টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন পোস্টার প্রতিযোগিতায় (আরআইপিসি) ৮০ জন শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম পুরস্কার (ডায়মন্ড) জিতেছিলেন বাংলাদেশি এ শিক্ষার্থী।

চট্টগ্রামের সন্তান ওলিদ বিন নাসির ২০১৮ সালে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করেন।

ওলিদ বলেন, 'বিদেশে এসে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেগুলো কাটিয়ে উঠতে এরকম কিছু অর্জন করা আশ্চর্যজনক মনে হয়।'

তিনি আরও বলেন, 'বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের। আমি আশা করি আমরা এমন আরও পুরস্কার জিততে পারব এবং আমাদের দেশকে গর্বিত করতে পারব।'

ওলিদের বাবা নাসির উদ্দিন চৌধুরী বলেন, 'সকল বাবা-মা চায় সন্তান লেখাপড়ায় ভালো করুক। আমার কষ্ট আজ সফল হয়েছে। বিদেশের মাটিতে ওলিদ দেশের নাম উজ্জ্বল করেছে।'

লেখক:  মালয়েশিয়াপ্রবাসী  সাংবাদিক

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

2h ago