চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের ঝলক
প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতি ম্যাচেই আলো কাড়ছেন আর্লিং হালান্ড। সেরা এই ছন্দ তিনি নিয়ে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগেও। তার জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছেন ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে সেভিয়ার মাঠে গিয়ে 'জি' গ্রুপের ম্যাচ সিটি জিতেছে ৪-০ গোলে। হালান্ড ছাড়াও গোল পেয়েছেন ফোডেন ও দিয়াস।
খেলার শুরু থেকে আগ্রাসী ফুটবল উপহার দেওয়া পেপ গার্দিওলার দল ২০ মিনিটেই পেয়ে যায় গোল। ডান দিক থেকে ক্রস বাড়িয়েছেন কেভিন ডি ব্রুইনে। তা থেকে পা লাগিয়ে দলকে এগিয়ে দেন হাকান্ড।
বিরতির আগে আর গোল না হলেও সিটি প্রবল চাপ রাখে সেভিয়ার ঘাড়ে। বিরতির পর ৫৮ মিনিটে আসে দ্বিতীয় গোল। জোয়াও কনসেলোর পাস থেকে গোল পান ফোডেন।
৯ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হালান্ড। ফোডেনের নিচু শট গোলরক্ষক ঠেকালেও ধরে রাখততে পারেননি। ফিরতি বল পেয়ে জালে জড়ান নরওয়েজীয় তারকা।
খেলার অন্তিম সময়ে আরেক গোল পান দিয়াস। কানসেলোর পাস থেকে ফাঁকায় বল পেয়ে জলে জড়ান পর্তুগিজ ডিফেন্ডার।
এই গ্রুপের অন্য ম্যাচে কোপেনহেগেনকে নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
Comments